শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
Google search engine
Homeবিনোদনভাইরাল নিউজলোহাগড়ায় দুই সন্তানের পিতা ১৬ বছরের কিশোরীকে নিয়ে উধাও, গ্রাম্য সালিশে ধামাচাপার...

লোহাগড়ায় দুই সন্তানের পিতা ১৬ বছরের কিশোরীকে নিয়ে উধাও, গ্রাম্য সালিশে ধামাচাপার চেষ্টা

নড়াইলের লোহাগড়া পৌরসভার খলিশাখালী গ্রামে ৩২ বছর বয়সী দুই সন্তানের পিতা সোহেল কাজীর বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ১৪ জুলাই সকালে। কিশোরীর পরিবার সোহেল কাজীর বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে অবশেষে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগসূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহেল কাজী খলিশাখালী গ্রামের লাভলু কাজীর ছেলে এবং তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। নাবালিকা মেয়েটিকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও, পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যস্থতায় মেয়েটিকে ১৫ জুলাই সন্ধ্যায় ফেরত আনা হয়। কিন্তু থানাকে না জানিয়ে একটি গ্রাম্য সালিশের মাধ্যমে ‘সমাধান’ করার চেষ্টা হয়।

সালিশে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক কাউন্সিলর জিল্লু, সবুর, শাহিদ কাজী, সোহেলের আত্মীয় সজীব ও জালালসহ একাধিক ব্যক্তি। সেখানে মেয়েটিকে উপস্থিত করা হয় এবং বক্তব্য শোনার পর তাকে সোহেল কাজীর আত্মীয় সজীব এর হেফাজতে রাখা হয় বলে জানা গেছে। যা নিয়ে কিশোরীর পরিবার চরম অসন্তোষ প্রকাশ করেছে।

‍ মেয়েটির বাবা বলেন,
“আমার মেয়ের বয়স মাত্র ১৬ বছর। সে এখনো শিশু। সোহেল একজন বিবাহিত লোক, তার স্ত্রী ও সন্তান আছে। সে আমার মেয়েকে পুষিয়ে নিয়ে গেছে। আমরা আইনের মাধ্যমে আমাদের মেয়েকে ফেরত চাই এবং সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

‍♂️ এ বিষয়ে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন,
“অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা চেষ্টা করেছি মেয়েটিকে উদ্ধার করার। সোহেলের পরিবারকে বলেছিলাম মেয়েটিকে ফেরত দিতে। কিন্তু ১৫ জুলাই যা ঘটেছে, আমাদের কিছু জানানো হয়নি। যেহেতু মেয়েটি এখনো ১৮ বছরের কম, তাই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”

মানবাধিকার ও আইনি দৃষ্টিকোণ:
বিশেষজ্ঞদের মতে, ১৮ বছরের নিচে কোনো কিশোরীকে প্রলোভন বা চাপের মাধ্যমে নিয়ে যাওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনায় স্থানীয় সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়া আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

সম্পর্কিত আরও পড়ুন
- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য

Translate »