বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
Google search engine
HomeUncategorizedবিকেলে নিখোঁজ শিশু, রাতে কচুরিপানায় মিলল মরদেহ

বিকেলে নিখোঁজ শিশু, রাতে কচুরিপানায় মিলল মরদেহ

IMG 20250716 013908

নিউজ ডেস্ক :

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া থানার আগলা গ্রামে কচুরিপানার ভেতর থেকে ছয় বছর বয়সী শিশু আবরারের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত আবরার ওই গ্রামের ডা. শওকত শরীফের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আবরার নিখোঁজ হয়। একই গ্রামের বাসিন্দা সেলিমের মেয়ে নাদিয়া (১২) ও মাইনুলের মেয়ে সাদিয়া (১৩) আবরারকে খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ঘটনার পর আবরারের পরিবার এলাকায় খোঁজখুঁজি শুরু করে। সন্দেহের ভিত্তিতে দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, আবরারকে খুঁজতে কচুরিপানার দিকে যেতে হবে। তাদের দেখানো স্থান অনুসরণ করে রাত সাড়ে ৯টার দিকে মজাহারের বাড়ির পেছনে কচুরিপানার ভেতর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুমন বলেন, “দুই কিশোরীকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শিশুটির মৃত্যুকে ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত আরও পড়ুন
- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য

Translate »