বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
Google search engine
HomeUncategorized৩ দেশে কমিটি দিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

৩ দেশে কমিটি দিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ইউরোপের তিনটি দেশে—ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডে—কমিটি ঘোষণা করেছে। শনিবার (২৬ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সাখাওয়াত হোসাইন তুরাগকে আহ্বায়ক ও তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করা হয়েছে।

ফ্রান্সে গঠিত ১৭ সদস্যের কমিটিতে চৌধুরী মোহাম্মদ ইফতেশাকে আহ্বায়ক ও মু. শাহপরান আহম্মেদ শাকিলকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া, ফিনল্যান্ডে মো. আহাদ শিকদারকে আহ্বায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করেছে এনসিপি।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সদস্য সচিব হন একই আন্দোলনের নেতা আখতার হোসেন। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।

নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। তবে এখনো নিবন্ধন পায়নি দলটি।

IMG 20250726 235516
সম্পর্কিত আরও পড়ুন
- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য

Translate »